
বীরভূম জেলাই আদালতে গ্রুপ- সি ও গ্রুপ- ডি পদে পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পুরুষ ও মহিলা উভয়ে আবেদন করতে পারবেন ।
মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে।
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইটে। সরাসরি আবেদনের জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে ।
চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল –
১. পোস্টের নাম :- লোয়ার ডিভিশন ক্লার্ক
এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :-২৮ টি
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-মাধ্যমিক পাস হতে হবে ও কম্পিউটার জানতে হবে
প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ২২৭০০ টাকা থেকে ৫৮৫০০ টাকা
২.পোস্টের নাম :- প্রসেস সার্ভার
এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ৮ টি
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-অষ্টম শ্রেণী পাস হতে হবে ও কম্পিউটার জানতে হবে
৩.পোস্টের নাম :- পিওন ও নাইট গার্ড
এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ৪৯ টি
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-অষ্টম শ্রেণী পাস হতে হবে
প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ১৭০০০ টাকা থেকে ৪৩৬০০ টাকা
৪.পোস্টের নাম :- ইংলিশ স্টেনোগ্রাফার
এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ৫ টি
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-মাধ্যমিক পাস হতে হবে ও কম্পিউটার জানতে হবে
প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ৩২১০০ টাকা থেকে ৮২৯০০ টাকা
৫.পোস্টের নাম :- বেঙ্গলি স্টেনোগ্রাফার
এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :-৩ টি
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-সানাতক পাস হতে হবে ও কম্পিউটার জানতে হবে
প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ২৮৯০০ টাকা থেকে ৭৪৫০০ টাকা
বয়সসীমা- উপরে দেওয়া পদ গুলি আবেদনের বয়সসীমা হল ১৮ থেকে ৩৯ বছর
নিয়োগের স্থান- বীরভূম জেলাতে
আবেদন প্রক্রিয়া :- আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে নির্দেশিকা অনুসারে অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।
মনে রাখবেন আবেদনটি যেন ত্রুটি মুক্ত হয়, যে কোনও ধরণের ত্রুটির ক্ষেত্রে আবেদনটি বাতিল হতে পারে।
সরাসরি আবেদনের লিঙ্ক নিচে দেওয়া আছে
অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )-https://www.calcuttahighcourt.gov.in/
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ► Pdf
এখানে সরাসরি আবেদন করুন ► Apply