
মাধ্যমিক পাশে বর্ডার সিকিউরিটি ফোর্স এর কনস্টেবল পদে একাধিক শূন্যস্থানে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।যোগ্য এবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –
• পদের নাম :- কনস্টেবল (জেনারেল ডিউটি )।
• শূন্য পদের সংখ্যা :- 269 টি।
• বেতন :- (21,700 – 69,100/-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- মাধ্যমিক পাস।
• বয়স সীমা :- 01/08/2021 হিসেব অনুযায়ী প্রার্থীর বয়স 18 থেকে 23 এর মধ্যে হতে হবে ।
• শারীরিক যোগ্যতা :- উচ্চতা – পুরুষদের ক্ষেত্রে 170 সেমি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 157 সেমি।
ছাতি – শুধু পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বুকের ছাতি 80 সেমি হতে হবে। এবং 5 সেমি ফুলাতে হবে।
ওজন – পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী ক্ষেত্রে ওজন উচ্চতা অনুযায়ী যথাযথ হতে হবে।
চোখের দৃষ্টি – কোন রকম চশমা বা লেন্স ছাড়াই অন্ততপক্ষে 6/6 এবং 6/9 দৃষ্টিকোণ হতে হবে।
• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবে।
• আবেদনের তারিখ :- 09/08/2021 – 22/09/2021 পর্যন্ত ।
চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে নিচে থাকা অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (Official website) –https://rectt.bsf.gov.in/
অবশ্য PDFডাউনলোড করুন- PDF
এখানে সরাসরি আবেদন করুন- Apply