পুলিশ / সেনা চাকরী

BSF বেশকিছু গুরুত্বপূর্ণ শূন্য পদে প্রার্থী নিয়োগ

Border Security Force (BSF) এর তরফ থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ শূন্য পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নং – EN 19/52 davp 19110/11/0044/2122
যোগ্য এবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –

 

• পদের নাম :- কনস্টেবল (জেনারেল ডিউটি) ।

 

• শূন্য পদের সংখ্যা :- 269 টি।

 

• বেতন :- (20000 — 70000/-) প্রতিমাসে ।

 

• শিক্ষাগত যোগ্যতা :- Matriculation/Class-10

 

• বয়স সীমা :- 01/08/2021 এর হিসাব অনুযায়ী প্রার্থীর বয়স 18 থেকে 23 এর মধ্যে হতে হবে।
সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে।

 

• বিশেষ বিজ্ঞপ্তি :- কেবলমাত্র জাতীয় বা রাজ্য স্তরের যেকোনো খেলোয়াড়রা উক্ত পদে আবেদনের জন্য যোগ্য।

 

• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবে।

 

• আবেদনের তারিখ :- 09/08/2021 – 22/09/2021

 

চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (official website) – http://bsf.nic.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf
এখানে সরাসরি আবেদন করুন – Apply

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

পুলিশ / সেনা চাকরী

WB Police Jobs:পশ্চিমবঙ্গ পুলিশের বড় ঘোষণা

গত বছর পশ্চিমবঙ্গ পুলিশের টেলিকমিউনিকেশনের অধীনে ওয়ারলেস সুপারভাইজার (টেকনিকাল) গ্রেড-টু পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল। ...