
রাজ্যের বেকার যুবক যুবতীদের কাছে পৌঁছনোর লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব৷ আগামী দু’ মাসের মধ্যে রাজ্যের ৭৫ লক্ষ যুবক যুবতীর কাছে যুব মোর্চা পৌঁছে যাবে বলে রবিবার হেস্টিংসে বিজেপি’র দফতরে বসে দাবি করেছেন সাংসদ সৌমিত্র খাঁ৷ শুধু তাই নয়, ক্ষমতায় এলে তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করার কথাও দাবি করেছেন তিনি৷ তবে কি নতুন করে স্বপ্ন দেখবে রাজ্যের বঞ্চিত বেকাররা? জবাবে বিজেপি’র সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় কিন্তু সতর্ক৷ তিনি বলেন, ‘‘রাজ্যের মানুষকে অবহিত করার জন্য আমরা এই প্রকল্পের সূচনা করতে চলেছি৷ তবে কখনই বলা সম্ভব নয় বিজেপি ৭৫ লক্ষ বেকার যুবক যুবতীকেই চাকরি দেব৷ তবে আমরা সব সময়ই তাঁদের পাশে থাকব৷’’
আমাদের লক্ষ্য আর নয় অন্যায়, আর নয় বেকারত্ব৷ রাজ্যের ৭৫ লক্ষ যুবক যুবতীর কাছে আমরা চাকরির প্রতিশ্রুতি কার্ড নিয়ে পৌঁছে যাব৷ বঙ্গে বিজেপি ক্ষমতায় এলে আগামী পাঁচ বছরের মধ্যে ঘরে ঘরে চাকরি হবে৷ তা সরকারি হোক বা বেসরকারি৷