চাকরীর খবর

ভারতীয় সেনায় ১ লক্ষ ছাঁটাই হতে চলেছে , জানালেন বিপিন রাওয়াত

কয়েক বছরের মধ্যে ভারতীয় সেনাতে এক লক্ষ ছাঁটাই হতে চলেছে। সাফ জানালেন চিফ ডিফেন্স অফ স্টাফ জেনারেল বিপিন রাওয়াত । বিপিন জানান, নিজেকে আরও আধুনিক ও দক্ষ করে তুলতে প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সেনা। আর সেই কারণেই খরচ কমাতে আগামী কয়েক বছরে বাহিনীর সংখ্যা কমাতে চলেছে ভারতীয় সেনা।

বর্তমানে ভারতের প্রায় ১.৪ মিলিয়ন সেনা রয়েছে। যদিও তা চিনের সেনার সংখ্যার চেয়ে কম। বিপিন রাওয়াত জানান, যারা সামরিক অভিযানে সরাসরি অংশ না নিয়ে মেকানিক্যাল বা অন্যান্য পরিষেবার কাজ করেন তাদের সংখ্যা হ্রাস করা হবে।
অপরদিকে, বাইরে মোতায়েন সেনাদের উন্নতমানের অস্ত্র ও আধুনিক সরঞ্জাম সরবরাহ করা হবে।সেনাবাহিনীকে যুদ্ধ মোকাবিলায় প্রযুক্তির দিকে আরও নজর দিতে হবে।

আগে প্রত্যন্ত এলাকায় বেস ডিপো না থাকায় সমস্যায় পড়তে হত সেনাদের কিন্তু নতুন পরিকাঠামোয় প্রযুক্তির সাহায্য় নিলে তা দূর করা যাবে।’ রাওয়াত কমিটিকে বলেন,এইভাবে, আমরা সামনের কয়েক বছরে সেনার সংখ্যা এক লাখ করে কমিয়ে দেব।

 

 

 

 

You may also like

2 Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

চাকরীর খবর

SSC প্রায় 15 হাজার নিয়োগ করবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ।

মঙ্গলবার বিধানসভায় বিজেপি বিধায়কের প্রশ্নের উত্তরে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন ,আগামী দুই মাসের মধ্যে ...
চাকরীর খবর

নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করুন , ১০ হাজার টাকা করে পাবেন

পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষাই পাস করেছে তারা এই স্কলারশিপের জন্য আবেদন ...