
ভারত সরকারের অনুমোদিত সংস্থা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের অ্যাপ্রেন্টিসশিপ পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।যোগ্য এবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –
• পদের নাম :- অ্যাপ্রেন্টিস ( গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস ও টেকনিশিয়ান ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস)
• শূন্য পদের সংখ্যা :- (গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস) 120টি।
(কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং -29 টি, সিভিল ইঞ্জিনিয়ারিং – 8 টি, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং – 15 টি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং – 9 টি, সেফটি ইঞ্জিনিয়ারিং সেফটি অ্যান্ড ফাইল ইঞ্জিনিয়ারিং – 12 টি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং – 35 টি, ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং/অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং/ইন্সট্রুমেন্টেশন টেকনোলজি/ইন্সট্রুমেন্টেশন এন্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স এন্ড ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং – 10 টি, মেটালার্জি ইঞ্জিনিয়ারিং – 2 টি)।
( টেকনিশিয়ান ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস) 48 টি ।
( কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং -26 টি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং – 7 টি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং – 9 টি, ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং/অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং/ইন্সট্রুমেন্টেশন টেকনোলজি/ইন্সট্রুমেন্টেশন এন্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স এন্ড ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং – 6 টি।)
• বেতন :- (গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস) – (25000/-) প্রতিমাসে।
( টেকনিশিয়ান ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস) – ( 18000/-) প্রতিমাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- উপরিউক্ত পদগুলির জন্য প্রার্থী কে যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান অথবা বিশ্ববিদ্যালয় থেকে 60% নম্বরসহ সংশ্লিষ্ট শাখায় ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাশ হতে হবে।
সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য 50% নম্বর হলেই আবেদন করতে পারবে।
• বয়স :- 01/08/2021 ঈদের সময় অনুসারে প্রার্থীর বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে।
• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনের নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবে।
• আবেদনের শেষ তারিখ :- 25/07/2021
• নিয়োগ পদ্ধতি :- প্রার্থী নির্বাচিত করা হবে সংশ্লিষ্ট পরীক্ষার নম্বর এবং ইন্টারভিউর নম্বর ওপর ভিত্তি করে।
• প্রশিক্ষণের সময় কাল – এক বছর।
• প্রশিক্ষণের স্থান :- BPCL ,Kochi Refinery,Ambalamugal, Kochi
• চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (official website) –https://www.education.gov.in/en
এখানে সরাসরি আবেদন করুন – Apply
Thanks for sharing the details
Karmasandhan