
Bharat Electronics Limited (BEL) বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি নাম্বার হল – Advt. No. 383/PE-I/HR/ES/2021-22 Date: 06.12.2021।আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে। মোট ৩৬ টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইটে। সরাসরি আবেদনের জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে ।
চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল –
পোস্টের নাম :- PROJECT ENGINEER-I
১. Civil: 24 Posts
২. Electrical/EEE: 06 Posts
৩. Mechanical: 06 Posts
এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ৩৬ টি
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-B.E/ B.Tech in relevant discipline with First Class (Pass Class for SC/ST/PwD). Minimum 02 years of post-qualification experience is required.
বয়সসীমা:- ২৮ বছরের মধ্যে বয়স হতে হবে । ০১/১২/২০২১ সাল ধরে
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।
আবেদন ফি :- ৫০০ টাকা আবেদন ফি লাগবে।
ডেবিট / ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং বা অন্য যে কোনও বিকল্প উপলব্ধ ব্যবহার করে অনলাইন মোডের মাধ্যমে ফি প্রদান করা যেতে পারে । বিস্তারিত জানুন বিজ্ঞপ্তি থেকে।
আবেদন প্রক্রিয়া :- আবেদন করবার জন্য পার্থীদের নিচে দেওয়া ঠিকানাতে পোস্টের মাধ্যমে আবেদন প্ত্র পাঠাতে হবে ।
ঠিকানা- Manager (HR/ES & SW), Bharat Electronics Limited, Jalahalli Post, Bengaluru – 560013, on or before 26/12/2021
গুরুত্বপূর্ন তারিখগুলো(Important Dates-)
আবেদন প্ত্র পাঠাবার শেষ তারিখ – ২৬/১২/২০২১
অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )- https://www.bel-india.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ► Pdf
এখানে সরাসরি আবেদন করুন ► Apply