ব্যাঙ্কে চাকরী

ব্যাঙ্ক অফ বারদা (Bank of Baroda) চাকরীর জন্য লোক নিয়োগ করছে

 

ব্যাঙ্ক অফ বারদা (Bank of Baroda)বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে। মোট ০৭ টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
অস্থায়ী ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে,যা পরবর্তীতে প্রার্থীর সন্তোষজনক পারফরম্যান্সের ভিত্তিতে বাড়ানো যেতে পারে।
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইটে। সরাসরি আবেদনের জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে ।
চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল –

 

পোস্টের নাম :- i) Head- Fintech and Digital Lending: 01 post
ii) Head- Customer Experience: 01 post
iii) Head- Supply Chain Finance: 01 post
iv) Head- Cash Management: 01 post
v) Head- Home Loans and Mortgage Business: 01 post
vi) Head- Education Loan Business: 01 post
vii) Head- Loan Against Securities: 01 post

 

এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ০৭ টি

 

আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :- i) A Degree (Graduation) in any discipline from a recognised University.
ii) Preference will be given to the candidates who possess MBA/ Post graduate diploma or degree in Management or its equivalent.

বয়সসীমা:- ৩০ থেকে ৫৫ বছরের মধ্যে বয়স হতে হবে । ২৫/১১/২০২০ সাল ধরে
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।

 

আবেদন প্রক্রিয়া :- আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে নির্দেশিকা অনুসারে অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। মনে রাখবেন আবেদনটি যেন ত্রুটি মুক্ত হয়, যে কোনও ধরণের ত্রুটির ক্ষেত্রে আবেদনটি বাতিল হতে পারে।
সরাসরি আবেদনের লিঙ্ক নিচে দেওয়া আছে

 

পার্থী নিয়োগ কীভাবে হবে:- প্রার্থীদের নির্বাচন হবে ব্যক্তিত্ব(Interview) পরীক্ষার মাধ্যমে করা হবে।

 

গুরুত্বপূর্ন তারিখগুলো(Important Dates-)
আবেদন শুরু -২৫/১১/২০২০
আবেদন শেষ -১৫/১২/২০২০

 

অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )- https://www.bankofbaroda.co.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ► Pdf
এখানে সরাসরি আবেদন করুন ► Apply

 

 

 

 

 

 

 

 

 

 

You may also like

ব্যাঙ্কে চাকরী

স্টেট ব্যাঙ্কে ৫০০৮ জন কে নিয়োগ করা হবে, তারাতারি চাকরীর জন্য আবেদন করুন

কেন্দ্রীয় সরকারি সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জুনিয়র অ্যাসোসিয়েটস পদে ছেলেমেয়ে নিচ্ছে । আগ্রহী প্রার্থীদের ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

ব্যাঙ্কে চাকরী

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে চাকরী , আবেদনের শেষ তারিখ 26 অগাস্ট

চিফ রিস্ক অফিসার পদে নিয়োগ করছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো ...
ব্যাঙ্কে চাকরী

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তে চাকরীর জন্য আবেদন করুন

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) চ্যানেল ম্যানেজার ফ্যাসিলিটেটর , চ্যানেল ম্যানেজার সুপারভাইজার ও সাপোর্ট অফিসার ...