
Asansol District Hospital, Paschim Bardhamanএর তরফ থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ শূন্য পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।বিজ্ঞপ্তি নং :- ADH/ASL/1770
যোগ্য এবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –
• পদের নাম :- স্টিপেন্ডিয়ারি হাউস স্টাফ (STIPENDIARY HOUSE STAFF)
• শূন্য পদের সংখ্যা :- 10 টি।
• বেতন :- (20000 — 60000/-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- MBBS/ Medical Degree
• বয়স সীমা :- 05/08/2021 এর হিসেব অনুযায়ী প্রার্থীদের বয়স কমপক্ষে 35 বছর হতে হবে।
• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা নিজেদের জরুরি ডকুমেন্ট সহ সরাসরি ইন্টারভিউর স্থানে গিয়ে আবেদন করতে পারবে।
• ইন্টারভিউ তারিখ :- 20/08/2021
• ইন্টারভিউ স্থান :- DNB Seminal Hall of Asansol District Hospital, Paschim Bardhaman
চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (official website) – https://www.wbhealth.gov.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf