
Indian Army, Army Recruiting Office, Barrackpore এ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শূন্য পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।বিজ্ঞপ্তি নং – 2021-2022
যোগ্য এবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –
• পদের নাম :-
সেনা। (General Duty/ Technical/Aviation/ Ammunition Examiner/ Nursing Assistant/ Nursing Asst. Veterinary/ Clerk/ Store Keeper/Tradesman)
• বেতন :-
(15000 — 45000/-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :-
10+2 pass, Class 10 pass and Class 8 pass candidates belonging from the district of 24 Parganas (North), Hooghly, Bankura and Purulia are eligible to apply
• বয়স সীমা :-
01/09/2021 এর হিসেব অনুযায়ী প্রার্থীর বয়স সতেরো থেকে 23 বছরের মধ্যে হতে হবে। (জেনারেল ডিউটির ক্ষেত্রে প্রার্থীর বয়স 21 বছর হতে হবে) ।
• আবেদন পদ্ধতি :-
যোগ্য এবং আগ্রহী ব্যক্তিরা অনলাইনে নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবে।
• আবেদনের তারিখ :-
08/07/2021 – 21/08/2021
*************************Army Recruitment Rally will be held for eligible candidates of 24 Parganas (North), Hooghly, Bankura and Purulia districts at RCTC Ground Barrackpore Cantonment. Exact date of rally will be confirmed later. Online registration is mandatory and will be open from 08 July 2021 to 21 August 2021.
চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (official website) – https://joinindianarmy.nic.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড – pdf
এখানে সরাসরি আবেদন করুন – Apply