
বিশ্বের অন্যতম জনপ্রিয় ই কমার্স সাইট আমাজন। ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই সংস্থা। আগ্রহী প্রার্থীদের আবেদন করতে জানানো হয়েছে। ডেলিভারি বয়ের জন্য এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের সুবিধা দেওয়া হবে। প্রায় ২০ হাজার খালি পদের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা ফুল টাইম বা হাফ টাইম হিসেবে এই কাজ করতে পারবেন।
জানানো হয়েছে প্রতিদিন ৪ ঘণ্টা কাজের মেয়াদ। সেখানে প্রার্থীরা নিজেদের ইচ্ছেমত এই কাজ করতে পারবেন। জানানো হয়েছে এই পদে আবেদনের জন্য প্রার্থীদের https://logistics.amazon.in/applyনাও এই সাইটে আবেদন করতে হবে।
এই কাজের জন্য প্রার্থীদের নিয়ম মাফিক বেতন দেওয়া হবে। ১২-১৫ হাজার বেতন হতে পারে বলে জানানো হয়েছে।সংস্থার তরফে জানানো হয়েছে কেউ এক মাস কাজ করলে এবং প্রতিদিন ১০০ টির কাছাকাছি ডেলিভারি করলে ৬০-৭০ হাজার টাকা আয় করতে পারবেন।
West bengal, Ganga Sagar, south 24 porganas,743373
jaydipmukherjee74@gmail.com