
AI Engineering Services Limited (AIESL) এর তরফ থেকে বেশকিছু শূন্য পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।যোগ্য এবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –
১/ পদের নাম :- একাউন্ট অফিসার (ACCOUNTS OFFICER ) ।
• শূন্য পদের সংখ্যা :- 6 টি।
• বেতন :- (25000 — 80000/-) প্রতিমাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- Inter Chartered Accountant / Inter cost and management Accountant or MBA in Finance
প্রার্থীদের কমপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
• বয়স সীমা :- 01/08/2021 এর হিসেব অনুযায়ী প্রার্থীর বয়স 30 বছরের উপরে হতে হবে ।
২/ পদের নাম :- একাউন্ট অ্যাসিস্ট্যান্ট (ACCOUNTS ASSISTANT ) ।
• শূন্য পদের সংখ্যা :- 12 টি।
• বেতন :- (25000 — 80000/-) প্রতিমাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- Commerce Graduate from a recognized university
প্রার্থীদের অবশ্যই কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
• বয়স সীমা :- 01/08/2021 এর হিসেব অনুযায়ী প্রার্থীর বয়স 28 বছরের উপরে হতে হবে।
• পোস্ট :- কলকাতা, দিল্লী, মুম্বাই, এবং হায়দ্রাবাদ।
• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা নিজেদের আবেদনপত্র সহ প্রয়োজনীয় জরুরী ডকুমেন্টস নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
• আবেদনের শেষ তারিখ :- 23/08/2021
• আবেদনের ঠিকানা :- AIESL Personnel Department, 2nd Floor, CRA Building, Safdarjung Airport Complex, Aurbindo Marg, New Delhi – 110 003
• নিয়োগ পদ্ধতি :- যোগ্য প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।
• আবেদন ফি :- আবেদন ফি বাবদ 1,500 টাকা লাগবে। SC,ST প্রার্থীদের কোনরকম আবেদন ফি লাগবে না।
চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে নিচে থাকা অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (Official website) – https://www.airindia.in
অবশ্য PDFডাউনলোড করুন- PDF