PSU চাকরী

এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডে চাকরীর জন্য লোক নিয়োগ

অল এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড এর পক্ষ থেকে 11টি শূন্য পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।
যোগ্য এবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো যাচ্ছে।
যোগ্যতা, বয়সসীমা, বেতন সম্বন্ধে আরও গুরুত্বপূর্ণ বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –

 

১/ পদের নাম :- ম্যানেজার (Finance)
• শূন্য পদের সংখ্যা :- 4 টি ।
• পোস্ট :- দিল্লি, কোলকাতা, এবং চেন্নাই।
• বেতন :- (20000 – 50000/-) প্রতি মাসে।
• বয়সসীমা :- 28 বছর বয়সের মধ্যে।

2/পদের নাম :- অফিসার (Accounts)
• শূন্য পদের সংখ্যা :- 7 টি ।
• পোস্ট :- দিল্লি, কোলকাতা,চেন্নাই, এবং মুম্বাই।
• বেতন :- (20000 – 50000/-) প্রতি মাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- CA/ ICA/ ICMA/ MBA equivalent ine Finance for the post of Manager. graduate with one year experience .
• বয়সসীমা :- 28 বছর বয়সের মধ্যে।

৩/ পদের নাম :- অ্যাসিস্ট্যান্ট।(Accounts)
• শূন্য পদের সংখ্যা :- 4 টি ।
• পোস্ট :- দিল্লি,এবং মুম্বাই।
• বেতন :- (20000 – 50000/-) প্রতি মাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- CA/ ICA/ ICMA/ MBA equivalent ine Finance for the post of Manager. graduate with one year experience or more in finance function and accounts for the post of Assistant. (Accounts)
• বয়সসীমা :- 30 বছর বয়সের মধ্যে।

• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা নিজেদের সমস্ত জরুরি ইনফর্মেশন পিডিএফ করে ইমেইল এর মাধ্যমে পাঠাতে হবে।

• Email – ID :- hrhq. aiasl@airindia.in 
• 1 st জানুয়ারি এর আগে ইমেইল পাঠাতে হবে ।

নিয়োগ পদ্ধতি :- প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর কথাবার্তার মাধ্যমে নিয়োগ করা হবে।

অফিশিয়াল ওয়েবসাইট (official website)-http://www.airindia.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *