চাকরীর খবর

কি নিয়ে পড়লে কৃষিতে চাকরি পাবেন?

প্রাচীনকাল থেকে শুরু করে বর্তমান সময়েও ভারতবর্ষে সমগ্র জনসংখ্যার একটি ব্যাপক অংশের মানুষ কৃষি ক্ষেত্রকে নিজের কর্মজীবন বানিয়েছে। ফলে আপনিও যদি কৃষি ক্ষেত্রকে নিজের কর্মজীবন করে তুলতে চান তার জন্য আপনাকে কি কি বিষয় গুলি নিয়ে চর্চা করতে হবে, যা ভবিষ্যতে আপনাকে একজন সফল কৃষিবিদ হতে সাহায্য করবে, আজকের এই পোস্টে তার বিস্তারিত বর্ণনা আপনার সামনে তুলে ধরা হবে।

 

• এগ্রিকালচার ইঞ্জিনিয়ার (Agriculture Engineer) :-
বর্তমান সময়ে দাঁড়িয়ে কৃষি প্রযুক্তি গুলিকে আরও উন্নত মানের করে তোলার জন্য কৃষিক্ষেত্রে একাধিক অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। যেমন এগ্রিকালচার নামক এক অত্যাধুনিক প্রযুক্তি। যার মাধ্যমে একজন এগ্রিকালচার ইঞ্জিনিয়ার নতুন সরঞ্জাম ও যন্ত্রপাতি ডিজাইনের জন্য কম্পিউটার-সাহায্যপ্রযুক্ত প্রযুক্তি (সিএডি) ব্যবহার করে বিদ্যমান কৃষির পদ্ধতিগুলি উন্নত করার চেষ্টা করে থাকেন। এবং ফসল বৃদ্ধি এবং সঠিক ভাবে জমির ব্যবহার সম্পর্কে বিস্তারিত ধারণা কৃষকদের দিয়ে থাকে।
উক্ত কৃষি নির্মাণ প্রকল্পের বিষয়ে তদারকি করার দায়িত্বও পাওয়ার জন্য আবেদনকারীকে গণিত, বিজ্ঞান এবং সমস্যা সমাধানের পাশাপাশি সৃজনশীল এবং কার্যকরভাবে যোগাযোগ করতে সক্ষম হতে হবে।

 

• কৃষি অর্থনীতিবিদ :-
কৃষি ক্ষেত্রে আধুনিক পদ্ধতি ব্যবহারের দ্বিতীয় একটি স্তম্ভ হল কৃষি অর্থনীতিবিদ। উক্ত পদ্ধতির দ্বারাএকজন কৃষিনির্ভর অর্থনীতিবিদ কৃষিক্ষেত্রে অর্থনৈতিক ভিন্ন সিদ্ধান্তগুলি, যেমন ফসল ক্রয় বিক্রয় ও কৃষকদের লাভ – লোকসান এবং সরকার কীভাবে কৃষকদের অর্থনৈতিক ক্ষেত্রে সহায়তা করে সে সম্পর্কে বিস্তারিত ধারণা তুলে ধরে কৃষকদের সামনে ।

এবং এই সকল বিষয় গুলি বোঝার জন্য মাইক্রোকোনমিক এবং সামষ্টিক অর্থনৈতিক ধারণা ও নীতির প্রয়োজন। এগুলি অর্থনৈতিক ক্রিয়াকলাপের প্রবণতাগুলি নির্ধারণ এবং নির্ধারণের জন্য অর্থনৈতিক তথ্য কৃষকদের কাছে সহজ ভাবে বিশ্লেষণ করে।
এবং পরবর্তীতে যারা কৃষি অর্থনীতিবিদ নিয়ে নিজেদের ক্যারিয়ার গড়ে তুলতে চান তাদের অর্থনীতি বিভাগ নিয়ে পড়াশোনা করতে হবে। গুরুত্বপূর্ণ বোঝাপড়া এবং ডেটা কার্যকরভাবে বিশ্লেষণ ও ব্যাখ্যা দরকার হয় এই পেশায়। সুতররাং, আবেদনকারীকে বিশেষভাবে গণিতে পারদর্শী হতে হবে।

 

• ফার্ম ম্যানেজার (Farm Manager) –
তৃতীয় হল একজন ফার্ম ম্যানেজারের কাজ কর্ম। এই পদের জন্য আবেদনকারীকে প্রশাসনের কাজগুলির পাশাপাশি মাঠেও কাজ করতে হতে পারে। একজন ফ্রম ম্যানেজার খামার সংক্রান্ত কার্যক্রম ও পরিচালনা করে থাকেন এবং সেইসাথে বর্তমান সময়ে মার্কেটের বাজেটের পরামিতিগুলি মাথায় রেখে কৃষকদের ব্যবসায়িক সিদ্ধান্ত দিয়ে থাকেন। তারা কৃষি ভবন এবং কৃষি পদ্ধতির সাহায্যকারী বিভিন্ন সরঞ্জাম গুলির রক্ষণাবেক্ষণ দায়িত্ব ও সরঞ্জাম গুলির মেরামতের দায়িত্ব পালন করে থাকে, পাশাপাশি খামারের পণ্য বাজারে নিয়ে যাওয়ার সংক্রান্ত ব্যবস্থা করে।
এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে কৃষিকাজ সম্পর্কিত পূর্বের অভিজ্ঞতার পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান থাকা আবশ্যক, কারণ এটির মাধ্যমে বেশিরভাগ কৃষি পরিচালকদেরও কৃষি প্রকৌশলের ডিগ্রি রয়েছে।

 

• মাটি এবং উদ্ভিদ বিজ্ঞানী :-
চতুর্থ পদ্ধতি হচ্ছে মাটি এবং উদ্ভিদ বিজ্ঞানী। এর দ্বারা মাটি এবং উদ্ভিদ বিজ্ঞানী উদ্ভিদের সঠিক বৃদ্ধির ও ফসলের উৎপাদন বৃদ্ধি করার জন্য নানা রকম মাটি পরীক্ষা করে থাকেন, সর্বাধিক দক্ষতা বৃদ্ধির জন্য (জেনেটিক পরিবর্তন) গবেষণা করেন। জমিতে কি কি সার ব্যবহার করবে এবং কীভাবে কৃষি কৃষি কাজ করলে জমিতে আরো উন্নত মানের ফলন হবে, সে সম্পর্কে পরামর্শ দেওয়ার জন্য তারা কাজ করে থাকেন মাটি এবং কৃষি উদ্ভিদবিজ্ঞানী গন।

 

• উদ্যানতত্ত্ববিদ :-
পঞ্চম পদ্ধতি হল উদ্যানতত্ত্ববিদ ।খাদ্য, ফসল এবং উদ্ভিদের ক্রমবর্ধমানতা, ফসল সংগ্রহ, প্যাকেজিং, বিতরণ ও ক্রয় – বিক্রয় পর্যবেক্ষণ সংক্রান্ত বিভিন্ন দায়িত্ব পালন করে থাকেন উদ্যানতত্ত্ববিদরা। এছাড়াও প্রতিদিনের কর্মকাণ্ড তদারকি ও কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়া, কীট / আগাছা নিয়ন্ত্রণ এর কর্মসূচী পরিচালনা করা, ব্যবসা সঠিকভাবে পরিকল্পনা করার পদ্ধতি, নতুন পণ্য, বিপণন পণ্য বিকাশ, ক্রেতা ও বিক্রেতাদের সাথে চুক্তি করা এবং পণ্য বিক্রয়ে সহায়তা করে । একজন আবেদনকারীকে বাণিজ্যিক উদ্যানতত্ত্ববিদ হতে গেলে একজন শক্তিশালী পরিচালক হওয়ার ক্ষমতা এবং সেইসাথে যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

 

• এগ্রিকালচার সেলসপার্সন (Agriculture Sales Person) :-
কৃষি ক্ষেত্রে নিজের ক্যারিয়ার গড়ে তোলার সর্বশেষ পদ হল একজন এগ্রিকালচার সেলস্পার্সন । এগ্রিকালচার সেলস্পার্সন কৃষকদের কাছে কৃষিতে সহায়ক যন্ত্রপাতি, পশুর খাদ্য, সার এবং বীজ বিক্রয় করে থাকেন। তারা তাদের পণ্য সম্পর্কে কৃষকদের উৎকৃষ্ট মানের বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। সেইসাথে কৃষি বিক্রয়কর্মীরা কৃষকের সকল প্রকার চাহিদা এবং সুবিধা অসুবিধা শোনেন। এবং তার প্রয়োজনীয়তা অনুসারে সঠিক পণ্যটির পরামর্শ প্রদান করেন। একজন সঠিক এগ্রিকালচার সেলস্পার্সন হতে চাইলে আবেদনকারীকে বিক্রয় এবং বিপণনের সংক্রান্ত উচ্চ মানের ডিগ্রি থাকা অতি আবশ্যক।

 

• কৃষি বিষয়ক কাজের ক্ষেত্রে কৃষিবিদদের বেতনের স্তরবিন্যাস –
গোটা ভারত জুড়ে প্রায়শই ভারতীয় সরকার কৃষি বিষয়ক একাধিক পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। এবং সেই পদগুলিতে প্রার্থীদের বেতন বিভিন্ন স্তর অনুযায়ী বিভক্ত করা হয়। বিশেষত্ব প্রার্থীর অভিজ্ঞতা ও পদ অনুযায়ী প্রার্থীকে বেতন প্রদান করা হয়ে থাকে। ন্যূনতম ২৪,০০০ টাকা থেকে প্রায় ৫৩,০০০ টাকা পর্যন্ত এই পদগুলির জন্য প্রদান করা হয়ে থাকে৷

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

চাকরীর খবর

SSC প্রায় 15 হাজার নিয়োগ করবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ।

মঙ্গলবার বিধানসভায় বিজেপি বিধায়কের প্রশ্নের উত্তরে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন ,আগামী দুই মাসের মধ্যে ...
চাকরীর খবর

নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করুন , ১০ হাজার টাকা করে পাবেন

পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষাই পাস করেছে তারা এই স্কলারশিপের জন্য আবেদন ...