রেলে চাকরী

দেড় হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ করছে দক্ষিণ-পূর্ব রেল।

দেড় হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ করছে দক্ষিণ-পূর্ব রেল।আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে। মোট ১৭৮৫ টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইটে। সরাসরি আবেদনের জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে ।
চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল –

 

পোস্টের নাম :- ACT Apprentice

 

এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- মোট ১৭৮৫ টি অ্যাপ্রেন্টাইস পদে নিয়োগ করা হবে
খড়গপুর মেন ওয়ার্কশপে শূন্যপদ ৩৬০টি। খড়গপুর ওয়ার্কশপে সিগন্যাল ও টেলিকম বিভাগে ৮৭, ট্র্যাক মেশিন ওয়ার্কশপে ১২০টি, SSE (Works) ইঞ্জিনিয়ার পদে ২৮টি, মালবহন ও ওয়াগন ডিপোয় ১২১টি,
খড়গপুর ডিজেল লোকোশেডে ৫০টি, Sr.DEE(G) পদে ৯০ টি, TRD ডিপোয় ইলেকট্রিক বিভাগে ৪০টি, টিকিয়াপাড়া EMU শেডে ইলেকট্রিক বিভাগে ৪০টি, সাঁতরাগাছি ইলেকট্রিক লোকো শেডে ৩৬ টি পদে নিয়োগ হবে।

 

আবেদন প্রক্রিয়া :- আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে নির্দেশিকা অনুসারে অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।
মনে রাখবেন আবেদনটি যেন ত্রুটি মুক্ত হয়, যে কোনও ধরণের ত্রুটির ক্ষেত্রে আবেদনটি বাতিল হতে পারে।
সরাসরি আবেদনের লিঙ্ক নিচে দেওয়া আছে

 

গুরুত্বপূর্ন তারিখগুলো(Important Dates-)
আবেদন শেষ – আবেদনের শেষ তারিখ চলতি বছরের ডিসেম্বরের ১৪ তারিখ

 

অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )- rrcser.co.in

You may also like

রেলে চাকরী

হাওড়া, লিলুয়া, শিয়ালদহ-সহ পূর্ব রেলে প্রায় ৩০০০ পদে নিয়োগ

ইস্টার্ন রেলওয়েতে নিয়োগের সুযোগ। শিক্ষানবিশ পদে আবেদনের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা rrcer.com-এ ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *