
উত্তরবঙ্গেই জেলায় জেলায় দেখা যাচ্ছে সাদা সাদা তাঁবু। আর তার নীচে নীল রঙের কার্পেট। তবে সেই তাঁবুরও আবার শ্রেণিবিভেদ রয়েছে। কিছু আবার ভিভিআইপি তাঁবু। সেই তাঁবু একেবারে চরম বিলাসবহুল।এমনটাই বলছেন অনেকে। তার সঙ্গে আবার যুক্ত হয়েছে বিলাসবহুল ক্যারাভান। সব মিলিয়ে টিএমসির একেবারে নজরকাড়া প্যাকেজ।
সূত্রের খবর, দিনহাটার বামনহাটে ১৪টি তাঁবু করা হয়েছিল। মাথাভাঙায় ১০০টি তাঁবু, তুফানগঞ্জে ৬৮টি তাঁবু পড়েছে। আবার আলিপুরদুয়ারের বীরপাড়ায় ১১০টি তাঁবু।তাঁবুতে শ্রেণিবিভেদ অনুসারে ফ্য়ান, খাট, এসি, কুলার সবই থাকছে পুরোদমে। মিটিংয়ের জন্যও আলাদা ব্যবস্থা। সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। ভিনরাজ্যের সংস্থাও এই তাঁবুর ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে। একটি দৈনিক সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট অনুসারে দুই জেলায় তাঁবু ভাড়া করতেই দলের খরচ হচ্ছে প্রায় ৭৩ লাখ টাকা।