
ভোটের বাজারে ফের সুখবর চাকরিপ্রার্থীদের জন্য। করোনার কারণে দীর্ঘদিন থমকে থাকার পরে বিভিন্ন রাজ্য সরকারি দফতরে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ চলছে। রাজ্যে সরকারি সাহায্যপ্রাপ্ত গ্রামীণ লাইব্রেরিগুলিতে ৭৩৮ জন গ্রন্থাগারিক নিয়োগ করা হবে। অতি সম্প্রতি এমনই জানিয়েছিলেন দফতরের মন্ত্রী সিদিকুল্লা চৌধুরী।
সেই অনুসারে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পর্যায়ের রাজ্যের মধ্যে ২৩টি জেলা এবং শিলিগুড়ি মহকুমা এলাকায় নিয়োগ প্রক্রিয়া চলবে। গ্রামীণ লাইব্রেরিগুলিতে দেড় হাজার গ্রন্থাগারিকের পদ খালি রয়েছে। শূন্য পদ পূরণে ধাপে ধাপে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই বিষয়ে রাজ্য মন্ত্রিসভার অনুমোদনও পাওয়া গিয়েছে এবং খুব দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে বলে জানিয়েছেন সিদিকুল্লা।
এই পদে বেতনক্রম (পে স্কেল লেভেল ৬) ২৫,২০০ টাকা। সফল প্রার্থীদের পাকা সরকারি চাকরি মিলবে। নিয়োগের বিজ্ঞপ্তি এবং জেলা ভিত্তিক শূন্য আসনের তালিকা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে।