কেন্দ্রীয় Govt চাকরী

৫৮০৬ জন শিক্ষক শিক্ষিকা নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে

৫৮০৬ জন শিক্ষক শিক্ষিকা নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে
যোগ্য বা আগ্রহী প্রার্থীদের দ্রুত অবদানের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –

 

১ / পদের নাম :- ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার ইংরিজি (মেল)
• শূন্য পদের সংখ্যা :- ১,০২৯টি।
• বেতন :- (৯৩০০ – ৩৪৮০০/-) টাকা। গ্রেড পে (৪,৬০০ /-) প্রতি মাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- ৪৫ শতাংশ নম্বর পেয়ে ইংরিজি পাশ / অনার্স স্নাতক ছেলেরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

 

২/পদের নাম :- ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার ইংরিজি (ফিমেল)
• শূন্য পদের সংখ্যা :- ৯৬১ টি।
• বেতন :- (৯৩০০ – ৩৪৮০০/-) টাকা। গ্রেড পে (৪,৬০০ /-) প্রতি মাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- ৪৫ শতাংশ নম্বর পেয়ে ইংরিজি পাশ / অনার্স স্নাতক ছেলেরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

 

৩/পদের নাম :- ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার উর্দু (মেল)
• শূন্য পদের সংখ্যা :- ৩৪৬ টি।
• বেতন :- (৯৩০০ – ৩৪৮০০/-) টাকা। গ্রেড পে (৪,৬০০ /-) প্রতি মাসে
• শিক্ষাগত যোগ্যতা :- ৪৫ শতাংশ নম্বর পেয়ে উর্দু পাশ / অনার্স স্নাতক ছেলেরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। উর্দু অন্যতম বিষয় হিসেবে নিয়ে স্নাতক পাশ করে থাকলেও আবেদন যোগ্য।

 

৪/ পদের নাম :- ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার উর্দু (ফিমেল)
• শূন্য পদের সংখ্যা :- ৫৭১ টি।
• বেতন :- (৯৩০০ – ৩৪৮০০/-) টাকা। গ্রেড পে (৪,৬০০ /-) প্রতি মাসে
• শিক্ষাগত যোগ্যতা :- ৪৫ শতাংশ নম্বর পেয়ে উর্দু পাশ / অনার্স স্নাতক ছেলেরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। উর্দু অন্যতম বিষয় হিসেবে নিয়ে স্নাতক পাশ করে থাকলেও আবেদন যোগ্য।

 

৫/ পদের নাম :- গ্র্যাজুয়েট টিচার সংস্কৃত (মেল)
• শূন্য পদের সংখ্যা :- ৮৬৬ টি।
• বেতন :- (৯৩০০ – ৩৪৮০০/-) টাকা। গ্রেড পে (৪,৬০০ /-) প্রতি মাসে

• শিক্ষাগত যোগ্যতা :-৪৫ শতাংশ নম্বর পেয়ে সংস্কৃত পাশ / অনার্স স্নাতক ছেলেরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। সংস্কৃত অন্যতম বিষয় হিসেবে নিয়ে স্নাতক পাশ করে থাকলেও আবেদন যোগ্য।

 

৬/পদের নাম :- গ্র্যাজুয়েট টিচার সংস্কৃত(ফিমেল)
• শূন্য পদের সংখ্যা :- ১,১৫৯ টি।
• বেতন :- (৯৩০০ – ৩৪৮০০/-) টাকা। গ্রেড পে (৪,৬০০ /-) প্রতি মাসে
• শিক্ষাগত যোগ্যতা :-৪৫ শতাংশ নম্বর পেয়ে সংস্কৃত পাশ / অনার্স স্নাতক ছেলেরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। সংস্কৃত অন্যতম বিষয় হিসেবে নিয়ে স্নাতক পাশ করে থাকলেও আবেদন যোগ্য।

 

৭/ পদের নাম :-ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার বাংলা (মেল)
• শূন্য পদের সংখ্যা :- ১ টি।
• বেতন :- (৯৩০০ – ৩৪৮০০/-) টাকা। গ্রেড পে (৪,৬০০ /-) প্রতি মাসে
• শিক্ষাগত যোগ্যতা :- ৪৫ শতাংশ নম্বর পেয়ে বাংলা পাশ / অনার্স স্নাতক মেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। বাংলা অন্যতম বিষয় হিসেবে নিয়ে স্নাতক পাশ করে থাকলেও আবেদন যোগ্য।

 

• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে।

• আবেদনের তারিখ :- ০৩/০৬/২০২১ – ০৪/০৬/২০২১

চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে নিচে থাকা অফিশিয়াল ওয়েবসাইট(Official website) – www.dsssb.delhigovt.nic.indsssonlonline.nic.in

You may also like

কেন্দ্রীয় Govt চাকরী

এবার বিশ্বভারতী মাধ্যমিক পাসে চাকরীর সুযোগ, তাড়াতাড়ি আবেদন করে ফেলুন

  Visva-Bharati বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের দ্রুত ...
কেন্দ্রীয় Govt চাকরী

স্টাফ সিলেকশনে কমিশনে গ্রুপ ‘বি’ এবং গ্রুপ ‘সি’ পদে চাকরীর জন্য আবেদন করুন

Staff Selection Commission বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *