
৫৮০৬ জন শিক্ষক শিক্ষিকা নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে
যোগ্য বা আগ্রহী প্রার্থীদের দ্রুত অবদানের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –
১ / পদের নাম :- ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার ইংরিজি (মেল)
• শূন্য পদের সংখ্যা :- ১,০২৯টি।
• বেতন :- (৯৩০০ – ৩৪৮০০/-) টাকা। গ্রেড পে (৪,৬০০ /-) প্রতি মাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- ৪৫ শতাংশ নম্বর পেয়ে ইংরিজি পাশ / অনার্স স্নাতক ছেলেরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
২/পদের নাম :- ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার ইংরিজি (ফিমেল)
• শূন্য পদের সংখ্যা :- ৯৬১ টি।
• বেতন :- (৯৩০০ – ৩৪৮০০/-) টাকা। গ্রেড পে (৪,৬০০ /-) প্রতি মাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- ৪৫ শতাংশ নম্বর পেয়ে ইংরিজি পাশ / অনার্স স্নাতক ছেলেরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
৩/পদের নাম :- ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার উর্দু (মেল)
• শূন্য পদের সংখ্যা :- ৩৪৬ টি।
• বেতন :- (৯৩০০ – ৩৪৮০০/-) টাকা। গ্রেড পে (৪,৬০০ /-) প্রতি মাসে
• শিক্ষাগত যোগ্যতা :- ৪৫ শতাংশ নম্বর পেয়ে উর্দু পাশ / অনার্স স্নাতক ছেলেরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। উর্দু অন্যতম বিষয় হিসেবে নিয়ে স্নাতক পাশ করে থাকলেও আবেদন যোগ্য।
৪/ পদের নাম :- ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার উর্দু (ফিমেল)
• শূন্য পদের সংখ্যা :- ৫৭১ টি।
• বেতন :- (৯৩০০ – ৩৪৮০০/-) টাকা। গ্রেড পে (৪,৬০০ /-) প্রতি মাসে
• শিক্ষাগত যোগ্যতা :- ৪৫ শতাংশ নম্বর পেয়ে উর্দু পাশ / অনার্স স্নাতক ছেলেরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। উর্দু অন্যতম বিষয় হিসেবে নিয়ে স্নাতক পাশ করে থাকলেও আবেদন যোগ্য।
৫/ পদের নাম :- গ্র্যাজুয়েট টিচার সংস্কৃত (মেল)
• শূন্য পদের সংখ্যা :- ৮৬৬ টি।
• বেতন :- (৯৩০০ – ৩৪৮০০/-) টাকা। গ্রেড পে (৪,৬০০ /-) প্রতি মাসে
• শিক্ষাগত যোগ্যতা :-৪৫ শতাংশ নম্বর পেয়ে সংস্কৃত পাশ / অনার্স স্নাতক ছেলেরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। সংস্কৃত অন্যতম বিষয় হিসেবে নিয়ে স্নাতক পাশ করে থাকলেও আবেদন যোগ্য।
৬/পদের নাম :- গ্র্যাজুয়েট টিচার সংস্কৃত(ফিমেল)
• শূন্য পদের সংখ্যা :- ১,১৫৯ টি।
• বেতন :- (৯৩০০ – ৩৪৮০০/-) টাকা। গ্রেড পে (৪,৬০০ /-) প্রতি মাসে
• শিক্ষাগত যোগ্যতা :-৪৫ শতাংশ নম্বর পেয়ে সংস্কৃত পাশ / অনার্স স্নাতক ছেলেরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। সংস্কৃত অন্যতম বিষয় হিসেবে নিয়ে স্নাতক পাশ করে থাকলেও আবেদন যোগ্য।
৭/ পদের নাম :-ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার বাংলা (মেল)
• শূন্য পদের সংখ্যা :- ১ টি।
• বেতন :- (৯৩০০ – ৩৪৮০০/-) টাকা। গ্রেড পে (৪,৬০০ /-) প্রতি মাসে
• শিক্ষাগত যোগ্যতা :- ৪৫ শতাংশ নম্বর পেয়ে বাংলা পাশ / অনার্স স্নাতক মেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। বাংলা অন্যতম বিষয় হিসেবে নিয়ে স্নাতক পাশ করে থাকলেও আবেদন যোগ্য।
• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে।
• আবেদনের তারিখ :- ০৩/০৬/২০২১ – ০৪/০৬/২০২১
চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে নিচে থাকা অফিশিয়াল ওয়েবসাইট(Official website) – www.dsssb.delhigovt.nic.in ও dsssonlonline.nic.in