
আজকের এই বিজ্ঞপ্তির মাধ্যমে আপনারা জানতে পারবেন 2021 সালের মার্চ মাসে ঘটে যাওয়া কিছু কারেন্ট ঘটনা যা চাকরিপ্রার্থীদের পরীক্ষায় যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে।
মার্চ মাস নিয়ে বিস্তারিত প্রশ্ন উত্তর নিচে আলোচনা করা হলো :-
১. আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় ?
উত্তর :- ৪ ই মার্চ।
২. “বিশ্ব অরণ্য দিবস “কবে পালিত হয় ?
উত্তরঃ- 21 শে মার্চ।
৩. বিশ্ব জল দিবস কবে পালন করা হয় ?
উত্তর :- 22 শে মার্চ।
৪. international solar alliance এর ডিরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হন ?
উত্তর :- অজয় মাতুয়া।
৫. সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হতে চলেছেন কে ?
উত্তর :- এন .ভি. রামানা।
৬. এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হন ?
উত্তর :- সঞ্জীব কুমার।
৭. “একা একা একাশি” শিরোনামের স্মৃতি গ্রন্থের জন্য 2020 সাহিত্য একাডেমী পুরস্কার কে পান ?
উত্তর :- মণিশংকর মুখোপাধ্যায়।
৮ . মরণঅন্তর 2020 গান্ধী পিস প্রাইজ কে পেলেন ?
উত্তর :- বাংলাদেশের জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৯. মহারাষ্ট্র সরকার এর দ্বারা “মহারাষ্ট্র ভূষণ “সম্মান পাচ্ছেন কে ?
উত্তর :- প্রখ্যাত গায়িকা আশা ভোঁসলে।
১০. আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2022 এর অফিশিয়াল গান কি?
উত্তর :- girl gang.