
মঙ্গলবার বিধানসভায় বিজেপি বিধায়কের প্রশ্নের উত্তরে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন ,আগামী দুই মাসের মধ্যে সব সমস্যার সমাধান করে ssc প্রায় 15 হাজার নিয়োগ করবে।রাজ্য সরকার ব্রাত্য বসু জানান আদালতের নির্দেশ মেনে সরকার কাজ করছে ।আদালত আর তিন মাস সময় দিয়েছে সরকারকে ।
ssc সঙ্গে সরকারের 6 জন অফিসার বসে রোজ অভিযোগ শুনছেন এবং তার নিষ্পত্তি করছেন। এরপরে এই তালিকা আদালতে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। রাজ্যে নানা জটিলতার জড়িয়ে থাকতে হয়েছে ssc এবং tet এর নিয়োগ।
বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম এবং অস্বচ্ছতার অভিযোগ করেছে কমিশনের বিরুদ্ধে । এই নিয়ে বিভিন্ন মামলা হয়েছে আদালতে। তাই নিয়োগে স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট ।